• আলিপুরদুয়ার-জয়গাঁ রুটে এনবিএসটিসি’র বাস মিলবে সন্ধ্যার পরও
    বর্তমান | ১১ মে ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: সন্ধ্যা ৬টার পর আলিপুরদুয়ার জেলা সদর থেকে রাজাভাতখাওয়া, গারোপাড়া, কালচিনি ও হাসিমারা হয়ে ভুটান সীমান্তে জয়গাঁ পর্যন্ত কোনও বাস পরিষেবা নেই। একারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছিল সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকে। জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামীর উদ্যোগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) কর্তৃপক্ষ সামনের সপ্তাহে সন্ধ্যার পর আলিপুরদুয়ার ডিপো থেকে জয়গাঁ পর্যন্ত একটি বাস পরিষেবা চালু করছে। এই খবর ছড়াতেই সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। 

    সীমান্ত ঘেঁষা সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদের কথা ভেবে এই বাসের দাবিতে সম্প্রতি আলিপুরদুয়ার চেম্বার অব কমার্স জেলা পরিষদের মেন্টরের দ্বারস্থ হয়েছিল। তারপরেই পরিষদের মেন্টর এনবিএসটিসি কর্তৃপক্ষের সঙ্গে এই বাস চালুর বিষয়ে আলোচনা করেন। আলিপুরদুয়ার চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, ব্যবসার কাজে ও দৈনন্দিন প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকে প্রতিদিনই জেলা সদরে আসতে হয়। কিন্তু সন্ধ্যা ৬টার পর কোনও বাস না থাকায় তাঁদের বিপাকে পড়তে হয়। সেজন্যই এই বাসের দাবি জানানো হয়েছে জেলা পরিষদে। 

    আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামী বলেন, এই দাবি একেবারেই সঠিক। এনবিএসটিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই প্রতিদিন সন্ধ্যার পর ৭টায় আলিপুরদুয়ার ডিপো থেকে জয়গাঁ পর্যন্ত একটি বাস পরিষেবা চালু করছে এনবিএসটিসি কর্তৃপক্ষ। এনবিএসটিসি’র আলিপুরদুয়ার ডিপো ইনচার্জ শঙ্কর দে বলেন, আমরা প্রস্তুত আছি। আমরা শুধু একটি টিকিট কালেক্ট মেশিন আসার অপেক্ষায় আছি আমরা। ওই মেশিন চলে এলেই সামনের সপ্তাহ থেকেই পুরোদমে এই বাস পরিষেবা চালু হয়ে যাবে।

    আলিপুরদুয়ার থেকে জয়গাঁ রুটটি পুরোটাই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল চিরে গিয়েছে। সন্ধ্যার পর বন্যপ্রাণীদের হামলার ভয়ে সেই পথে অনেকেই ছোট গাড়ি ব্যবহার করেন না। তাই সন্ধ্যার পর আলিপুরদুয়ার থেকে জয়গাঁ পর্যন্ত এই বাস চালানোর দাবি উঠেছে দীর্ঘদিন ধরে। হ্যামিল্টনগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, এই বাস পরিষেবা চালু হলে আমাদের ব্যবসার কাজে কি যে সুবিধা হবে তা এক কথায় বলে বোঝানো সম্ভব নয়। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।
  • Link to this news (বর্তমান)