• দাঁতনে নবরূপে সজ্জিত শীতলা মন্দির উদ্বোধন
    বর্তমান | ১১ মে ২০২৫
  • সংবাদদাতা বেলদা: দাঁতনের উত্তর রায়বাড় গ্রামে উদ্বোধন করা হল নতুন রূপে প্রতিষ্ঠিত শীতলা মায়ের মন্দির। ফিতে কেটে এই নবরূপে সজ্জিত মন্দিরের উদ্বোধন করেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস, দাঁতন থানার আইসি তীর্থসারথী হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। গত কয়েক দশক আগে প্রয়াত শিবনাথ পালের হাত ধরে এই গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রাচীন শীতলা মন্দির। পরবর্তীকালে পাল পরিবারের হাত থেকে এই শীতলা মন্দির পরিচালনার দায়িত্ব নেয় উত্তর রায়বাড় গ্রাম কমিটি। আর সেই গ্রাম কমিটির হাত ধরে নতুন করে মন্দিরটির সংস্কার করা হয়। শনিবার নবরূপে সজ্জিত সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়। 

    গ্রাম কমিটির তরফে স্বর্ণদীপ দাস, সুদীপ দাস বলেন, আমাদের মন্দির সংলগ্ন নাট মন্দিরটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। আশেপাশের তিন-চারটি গ্রামের মধ্যে এটাই একমাত্র মায়ের মন্দির। তাই এদিন বিধায়কের কাছে এই মন্দির সংলগ্ন এলাকায় একটি কমিউনিটি হল তৈরি করে দেওয়ার আবেদন রেখেছি। গ্রাম কমিটির তরফে অদ্বৈত বারিক বলেন, এই মন্দিরটির সংস্কারের জন্য গ্রাম নিবাসী ঋত্বিক পন্ডাকে ধন্যবাদ জানাই। আগামী রবিবার সন্ধ্যায় মায়ের পুজো উপলক্ষ্যে মহোৎসবের আয়োজন করা হয়েছে। সকলকে ওই দিন প্রসাদ গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি।
  • Link to this news (বর্তমান)