নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: পুরনো রুটেই সক্রিয় মাদক কারবারিরা। জাতীয় সড়ক ধরে উত্তরবঙ্গ থেকে কলকাতায় মাদক পাচার চলছে। শুক্রবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করল পুলিস ও এসটিএফ। গ্রেপ্তার করা হয় দু’জনকে। ধৃতরা হল মহম্মদ মনু ও মহম্মদ সুজন। তাদের দু’জনেরই বাড়ি শিলিগুড়িতে। ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে একটি চারচাকা গাড়ি নিয়ে কলকাতা যাচ্ছিল মাদক কারবারিরা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বেলডাঙার ভাবতায় ১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় এসটিএফ ও পুলিস। একটি গাড়িকে আটক করে। গাড়ির মধ্যে সেলোটেপ দিয়ে আটকানো ছিল গাঁজার প্যাকেটগুলি। গাড়ি থেকে ব্যাগ নামিয়ে তল্লাশি করতেই মাদক কারবারের পর্দাফাঁস হয়। নিয়ম মেনে ভিডিওগ্রাফিও করে পুলিস।
তদন্তকারী আধিকারিকদের দাবি, বেশ কয়েক মাস উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গাঁজা পাচারের এই করিডর বন্ধ ছিল। কয়েক বছর আগে থেকে রেলপথে এবং জাতীয় সড়কপথে লাগাতার মাদক পাচার করছিল কারবারিরা। নাকা চেকিংয়ের জেরে ধরপাকড় বেড়ে যাওয়ায় জাতীয় সড়ক ধরে গাড়ি নিয়ে এই মাদক পাচার বন্ধ রেখেছিল তারা। এদিন ফের মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে মাদক কারবারের চাঁইদের ধরার চেষ্টা করছে পুলিস। মাদক কারবারিরা বড় প্যাকেটে বা বস্তায় ভরে গাঁজা নিয়ে এসে ছোট ছোট পার্সেলে বিক্রি করে। নির্দিষ্ট কয়েকটি জায়গায় মজুত করা হয়। পুলিস সেইসব ডেরার খোঁজে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।