• ‘আমার সিঁদুর দেশরক্ষায় পাঠাচ্ছি’, চোখে জল নববধূর, বিয়ের পাঁচ দিন পর সীমান্তে রওনা জওয়ানের
    বর্তমান | ১১ মে ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, জলগাঁও: হাতে মেহেন্দি, সিঁথিতে সিঁদুর। সবুজ রঙা শাড়ির আঁচলে মাথায় ঘোমটা। নববধূর চোখের জল যেন বাধ মানতেই চাইছে না। মাত্র পাঁচদিন হল বিয়ে হয়েছে। কিন্তু স্বামীর থাকার উপায় নেই। পারিবারিক রীতি মেনে পাশাপাশি বসে সত্যনারায়ণ পুজো করারও কথা ছিল। কিন্তু কর্তব্যের তাগিদ যে অনেক বড়। সীমান্তে উত্তেজনা। পাকিস্তান লাগাতার গোলাবর্ষণ করছে। এই পরিস্থিতিতে সদ্য বিবাহিত স্ত্রী যামিনীসহ গোটা পরিবারকে ছেড়ে যেতে হল সেনা জওয়ানকে। 

    মহারাষ্ট্রের জলগাঁওয়ের নন্দিচে গ্রামের মনোজ জ্ঞানেশ্বর পাতিল নামে ওই জওয়ানের সঙ্গে গত ৫ মে বিয়ে হয়েছিল যামিনীর। রেল স্টেশনে স্বামীকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন নববধূ সহ বাড়ির লোকজন। এরইমধ্যে চোখের জল মুছে তাঁরা বলেন, যেকোনো মূল্যে দেশের শত্রুদের হারাতে হবে। পাকিস্তানকে পরাস্ত করতেই হবে।  ট্রেন ছাড়ার আগে স্বামীর হাত ধরে যামিনীর একটাই কথা, ‘আমার সিঁদুর আমি দেশরক্ষার জন্য পাঠাচ্ছি’। পরিবারের সদস্যদের গলায় তখন ‘জয়হিন্দ’ স্লোগান।
  • Link to this news (বর্তমান)