• পুনর্বাসনের দাবি এলাকাবাসীর, বিধায়কের হস্তক্ষেপে হাসপাতালে পাঁচিল তৈরি স্থগিত
    বর্তমান | ১১ মে ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর হাসপাতাল চত্বরের একাংশে বসবাসকারীরা সম্প্রতি পুনর্বাসনের দাবিতে হাসপাতালের পাঁচিল তৈরিতে বাধা দিয়েছিলেন। শনিবার বিধায়কের হস্তক্ষেপে ওই পাঁচিল তৈরির কাজ স্থগিত করা হল। হাসপাতালের পূর্ব প্রান্তে মহকুমা আদালতের দিকে পাঁচিল তৈরির জন্য টাকা মঞ্জুর হয়েছিল। হাসপাতাল চত্বরের ওই অংশের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বারবার নোটিস দিয়েছে। কিন্তু, তাঁরা পুনর্বাসনের দাবিতে অনড় থাকায় নির্মাণকাজ করা যায়নি। সম্প্রতি ওই সমস্ত বাড়ির ফাঁকে ফাঁকে কিছু জায়গায় নির্মাণ শুরু হতেই স্থানীয়রা ফের আপত্তি জানান। সেই খবর পেয়ে শনিবার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ও পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী সেখানে যান। হাসপাতালের সুপার শুভঙ্কর কয়ালও সেখানে পৌঁছন। স্থানীয়রা তাঁদের কাছে পুনর্বাসনের দাবি জানান। অথবা তাঁদের ঘরবাড়ি ও দোকান অক্ষত রেখে পাঁচিল তৈরির দাবি জানান। পরিস্থিতি খতিয়ে দেখে বিধায়ক আপাতত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী মানবিক। তিনি জোর করে উচ্ছেদের বিপক্ষে। হাসপাতাল চত্বরের একাংশে শতাধিক পরিবার প্রায় ৭০বছর ধরে বসবাস করছে। তাদের কথা আমাদের মাথায় রাখতে হবে। সরকারি কাজও করতে হবে। তাই আপাতত নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এবিষয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হবে।

    হাসপাতাল সুপার বলেন, পাঁচিল তৈরির জন্য এক কোটির বেশি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে। তিনদিকের পাঁচিল সম্পূর্ণ হয়েছে। কিন্তু পূর্ব প্রান্তের পাঁচিল তৈরি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সমস্যার বিষয়ে এর আগেও আলোচনা হয়েছে। বিধায়ক ফের প্রশাসনিকস্তরে আলোচনার কথা জানিয়েছেন। দেখা যাক, কী হয়।

    স্থানীয় বাসিন্দা জ্যোৎস্না মাদ্রাজি বলেন, আমরা বহুবছর ধরে হাসপাতাল চত্বরের ফাঁকা জায়গায় বসবাস করছি। উন্নয়নে আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের থাকার উপযুক্ত ব্যবস্থা করলে ভালো হয়। বিধায়ক আমাদের কথা গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)