• ‘গুড পারফর্মিং’ পঞ্চায়েতগুলির জন্য অতিরিক্ত ১ কোটি ৯১ লক্ষ বরাদ্দ
    বর্তমান | ১১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়া জেলার গ্রামগুলিকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে নতুন করে গতি আনার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। সেইমতো জেলার ‘গুড পারফর্মিং’ বা ভালো কাজ করা পঞ্চায়েতগুলিকে আরও দক্ষ ও পরিকাঠামোগতভাবে সমৃদ্ধ করতে মোটা টাকা বরাদ্দ করা হয়েছে। যার পরিমাণ এক কোটি ৯১ লক্ষ টাকা। সেই টাকায় গুড পারফর্মিং পঞ্চায়েতগুলি যাতে এই প্রকল্পের কাজ আরও ভালোভাবে করতে পারে, সেই দিকেই নজর দেওয়া হচ্ছে।

    নদীয়া জেলার অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) অনুপকুমার দত্ত বলেন, এই টাকা মূলত সেইসব পঞ্চায়েতগুলির জন্য, যারা ইতিমধ্যেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। আমাদের লক্ষ্য এই পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে তোলা। যাতে ভবিষ্যতে তারা জেলার অন্যান্য পঞ্চায়েতগুলির কাছে মডেল হয়ে উঠতে পারে।

    এই উদ্দেশ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে সমীক্ষার কাজ। কোন কোন পঞ্চায়েত প্রকল্প রূপায়ণে কার্যকর ভূমিকা পালন করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের কাজের গতি আরও বাড়াতে ঠিক কী ধরনের যন্ত্রপাতি বা পরিকাঠামোগত সহায়তার প্রয়োজন রয়েছে, তাও দেখা হচ্ছে। সেই সমীক্ষার ভিত্তিতেই অতিরিক্ত বরাদ্দ করা এই টাকা দিয়ে কাজ হবে।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গুড পারফর্মিং পঞ্চায়েতগুলির যন্ত্রপাতি কিংবা নতুন গাড়ি সহ বিভিন্ন জিনিসের প্রয়োজন হলে, জেলা পরিষদ তা সরবরাহের ব্যবস্থা করবে। জানা গিয়েছে, নদীয়া জেলার আনুলিয়া, শিবনিবাস, পায়রাডাঙা এবং মাটিয়ারি-বানপুর পঞ্চায়েত ইতিমধ্যেই এই প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এই পঞ্চায়েতগুলি শুধুমাত্র বর্জ্য সংগ্রহ নয়, তা প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারের ক্ষেত্রেও নজির গড়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদীয়া জেলায় মোট ১৭৭টি ইউনিট তৈরির পরিকল্পনা রয়েছে। তারমধ্যে ১৪৪টির নির্মাণ ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে ১৩৭টি ইউনিট সম্পূর্ণরূপে সক্রিয়।

    এই প্রকল্পের সঠিক রূপায়ণ হলে, তা জেলার পরিবেশকে দূষণমুক্ত রাখবে। পাশাপাশি, স্বাস্থ্য ও বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। জেলা প্রশাসনের এক আধিকারিকের দাবি, গুড পারফর্মিং পঞ্চায়েতগুলিকে সহায়তা দেওয়ার ফলে অন্যান্য পঞ্চায়েতগুলির মধ্যেও প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে। সামগ্রিকভাবে জেলার বর্জ্য ব্যবস্থাপনার মান আরও উন্নত হবে।

    নদীয়া জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, আমরা চাই, প্রতিটি পঞ্চায়েতই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠুক। যারা ইতিমধ্যেই ভালো কাজ করছে, তাদের আরও এগিয়ে নিয়ে যেতে এই অতিরিক্ত টাকা বরাদ্দ করা হয়েছে। এটি জেলার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
  • Link to this news (বর্তমান)