• রবীন্দ্র সরণীতে কাপড়ের গোডাউনে আগুন
    বর্তমান | ১১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাত আটটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার রবীন্দ্র সরণী এলাকায়। একটি পাঁচতলা বিল্ডিং থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। 

    খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, ওই বাড়ির প্রথম তলায় রয়েছে কাপড়ের একটি গোডাউন। মূলত, আর সেই ঘরেই আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন প্রায় আধঘণ্টার চেষ্টাতেই আয়ত্বে আনে। ঘটনায় হতাহতের খবর নেই। তবে, কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।
  • Link to this news (বর্তমান)