• ফিলিপস মোড়ে ডাকাতি, ধৃত আরও ১
    বর্তমান | ১১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এন্টালির ফিলিপস মোড়ে সোমবার ভরদুপুরে একটি ফরেক্স সংস্থায় ২ কোটি ৬৬ লক্ষ টাকা ডাকাতি হয়। সেই ঘটনায় জড়িত অভিযোগে শনিবার দুপুরে আরও একজনকে গ্রেপ্তার করলেন লালবাজারের ডাকাতি দমন শাখার গোয়েন্দারা। ধৃতের নাম শেখ আমিরউদ্দিন। এনিয়ে এই মামলায় মোট ছ’জনকে গ্রেপ্তার করল লালবাজার। 

    কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন,  সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থেকে গ্রেপ্তার করা হয় আমিরউদ্দিনকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা ডাকাতিতে খোয়া যাওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছেন। 
  • Link to this news (বর্তমান)