২৫ লক্ষ দিয়েও ফ্ল্যাট মেলেনি, পোস্তায় গ্রেপ্তার প্রোমোটার
বর্তমান | ১১ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৫ লক্ষ টাকা পেয়ে যাওয়ার পরও ফ্ল্যাট না দেওয়ায় শুক্রবার এক প্রোমোটারকে গ্রেপ্তার করে পোস্তা থানা। ধৃতের নাম মনোজ পান্ডে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক ১৪ মে পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকারি কৌঁসুলি আদালতে বলেছেন, ৪০ লক্ষ টাকা দামের ফ্ল্যাট দেওয়ার চুক্তি হয়েছিল। অগ্রিম হিসেবে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। ওই টাকা মিটিয়ে দেওয়া হয়। বাকি টাকা কয়েক কিস্তিতে দেওয়ার কথা ছিল। কিন্তু প্রোমোটার নানা অছিলায় ফ্ল্যাট দিতে অস্বীকার করেন। এরপর পুলিসে অভিযোগ জানানো হয়। তারপর পুলিস তিনবার আইনি নোটিস দিয়ে ডেকে পাঠায় প্রোমোটারকে। কিন্তু তিনি গরহাজির থাকেন। এবং গ্রেপ্তারি এড়াতে কলকাতা নগর দায়রা আদালতে আগাম জামিনের আর্জি জানান। আদালত আর্জি নাকচ করে। এরপর পুলিস প্রোমোটারকে গ্রেপ্তার করে। ধৃতের তরফে জামিনের আবেদন জানানো হয়েছিল। বিচারক কেস‑ডায়েরি দেখে আবেদন বাতিল করেন।