নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলার পিঠে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল কবীর নামে এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে বউবাজার থানা শুক্রবার তাকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। বিচারক নম্রতা সিং ২৩মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। এদিন সরকার পক্ষ জেলে গিয়ে তাকে জেরা করার আর্জি জানায়। আদালত আবেদন মঞ্জুর করে। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী আদালতে বলেন, আট মে বউবাজার থানার ফিয়ার্স লেনে ঘটনাটি ঘটে। মহিলা একটি স্কুলে কর্মরত। ওদিন দুপুরে এক পরিচিতের সঙ্গে যাচ্ছিলেন। আচমকা পিঠে ব্যথা অনুভব করেন। রক্ত বেরতে দেখেন। একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ও পুলিসের উপস্থিতিতে তিনি ঘটনার সবিস্তার ব্যাখ্যা দেন। তারপর পুলিস তদন্তে নেমে এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে। মানুষের সঙ্গে কথা বলে। তারপর অভিযুক্তকে গ্রেপ্তার করে। আর্বজনা থেকে অস্ত্রটি উদ্ধার হয়েছে। কি কারণে কবীর চড়াও হল পুলিস তা খতিয়ে দেখছে। ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়েছিল। তা নাকচ হয়।