ভাঙড়ে লোডশেডিং, ছ’টি জেনারেটর কিনতে উদ্যোগী কলকাতা পুলিস
বর্তমান | ১১ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাঙড়ে লোডশেডিংয়ের গুঁতোয় নাকাল কলকাতা পুলিস! এই সমস্যার হাত থেকে রেহাই পেতে ভাঙড়ের জন্য নতুন ছ’টি জেনারেটর কিনতে চলেছে লালবাজার। কলকাতা পুলিস সূত্রে এই খবর জানা গিয়েছে। জানা গিয়েছে, এই জেনারেটরগুলি ভাঙড় ডিভিশনের থানার পাশাপাশি ট্রাফিক গার্ডের জন্যও ব্যবহার করা হবে। সম্প্রতি লালবাজারে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মূল কলকাতা শহরে লোডশেডিং সেভাবে হয় না বললেই চলে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে লোডশেডিং রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাত বাড়লেই সমস্যা আরও বেশি হচ্ছে। তাই ভাঙড়ে থানা এবং ট্রাফিক গার্ডে কাজ করতে গিয়ে নাকাল হচ্ছেন লোডশেডিংয়ে অনভ্যস্ত কলকাতা পুলিসের অফিসাররা। এই অবস্থায় একপ্রকার বাধ্য হয়ে ১০ কেভির ছ’টি জেনারেটর কিনতে চাইছে কলকাতা পুলিস। প্রাথমিকভাবে এর জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা। সব ঠিক থাকলে আগামী কয়েকমাসের মধ্যেই জেনারেটরগুলি হাতে পাবে লালবাজার। ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট, চন্দনেশ্বর থানার পাশাপাশি ডিআরও এবং ভাঙড় ট্রাফিক গার্ড এই জেনারেটরগুলি পাবে বলে