• বিতানের স্ত্রীকে ভারতের নাগরিকত্ব
    বর্তমান | ১১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতের নাগরিকত্ব পেলেন সোহিনী রায়। পহেলগাঁওতে জঙ্গি হামলায় সোহিনীদেবীর স্বামী বিতান অধিকারী প্রাণ হারিয়েছিলেন। পরে জানা গিয়েছিল, বিতানবাবুর স্ত্রী দক্ষিণ কলকাতার নাকতলার বাসিন্দা সোহিনী আসলে বাংলাদেশের নাগরিক। তাঁর নাগরিকত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সূত্রের খবর, শেষ পর্যন্ত শুক্রবার সোহিনী ভারতের নাগরিকত্ব পেয়েছেন। নথি অনুযায়ী, বাংলাদেশের ফাতুল্লা নারায়ণগঞ্জে জন্মেছিলেন তিনি। সেখানে এও লেখা, তিনি এর আগে বাংলাদেশের নাগরিক ছিলেন। সস্ত্রীক কাশ্মীরে গিয়েছিলেন বিতান। সঙ্গে ছিল তাঁদের নাবালক সন্তান। সোহিনী জানান, বৈসরণে আচমকা একদল জঙ্গি পর্যটকদের উপর আক্রমণ করে। ধর্ম জিজ্ঞেস করে বেছে বেছে হিন্দুদের গুলি করেছিল জঙ্গিরা।
  • Link to this news (বর্তমান)