• মধ্যমগ্রাম সভা, নারীশক্তিকে এক হয়ে লড়াইয়ের বার্তা শাসক দলের
    বর্তমান | ১১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: আমরা ভারতীয়। পাকিস্তানকে যোগ্য প্রত্যাঘাতে কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিংয়ের ভূমিকাকে তুলে ধরে জাতীয় নিরাপত্তায় মহিলাদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন রাজ্য তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শনিবার মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন সুভাষ ময়দানে আয়োজিত হয় বারাসত সাংগঠনিক জেলার মহিলা তৃণমূলের সম্মেলন। 

    ২০২১ সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পথকে মসৃণ করার ক্ষেত্রে মহিলাদের বড় ভূমিকা ছিল। লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের মাধ্যমে মহিলাদের সশক্তিকরণের চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট। তার আগে তৃণমূলের মহিলা সংগঠনকে চাঙ্গা করতে এদিন মহিলা সম্মেলনের আয়োজন হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক নারায়ণ গোস্বামী, রহিমা মণ্ডল, মহিলা সভানেত্রী স্বপ্না বসু। 

    তীব্র দাবদাহ উপেক্ষা করেও এদিনের সম্মেলনে কয়েক হাজার মহিলা ও তৃণমূল কর্মী হাজির থেকেছেন। চন্দ্রিমা বলেন, ভারতীয় নারীশক্তির জোর কতটা, তা পাকিস্তান বুঝে গিয়েছে। এদিন সম্মেলন থেকে সঙ্ঘবদ্ধ হয়ে আগামীতে লড়াইকে শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, বিভাজনের রাজনীতি ভুলে সকলকে নিয়ে একসঙ্গে লড়াই করতে হবে। 

    নারায়ণ বলেন, বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বনির্ভর হচ্ছেন। তাই, মহিলারা পারেন জেলার সব বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে। কাকলি বলেন, ঐক্যবদ্ধভাবে শত্রুর মোকাবিলা করতে মহিলারা প্রস্তুত। তাই, নিজভূমি রক্ষার জন্য মহিলাদের অঙ্গীকারবদ্ধ হওয়ার বার্তা দেওয়া হল।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)