• ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে হুগলিতে গ্রেপ্তার দুই
    বর্তমান | ১১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভারত-পাকিস্থান টানাপোড়েন নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় দু’জনকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিস। বলাগড় ও পাণ্ডুয়ার দু’টি পৃথক ঘটনায় ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, পাণ্ডুয়া থেকে শুকুর আলি সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, বলাগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে সামসের আলিকে। দু’জনকেই এদিন আদালতে পাঠানো হয়েছিল। ধৃত দু’জনেই অবশ্য দাবি করেছেন যে, তাঁদের ভুল হয়েছে। কিন্তু পাশাপাশি কুমন্তব্য করতে উস্কানি দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা। হুগলি গ্রামীণ পুলিসের কর্তারা জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)