• মহিলার দেহ উদ্ধার, গ্রেপ্তার পুরকর্মী
    বর্তমান | ১১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার সকালে বাসুদেবপুর থানার অন্তর্গত কাউগাছি এলাকার কয়রাপুরে এক মহিলার মৃতদেহ পাওয়া যায় চাষের জমি থেকে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মহিলা খুন হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। খুনের অভিযোগে ছোটু মল্লিক ওরফে ডোম নামে এক যুবক গ্রেপ্তার।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, মহিলার ব্যাগে আধার কার্ড ছিল। তাতে নাম লেখা, প্রীতিলতা দাস। বয়স ২৬। পুলিস সূত্রে জানা গিয়েছে, মহিলার বাপের বাড়ি উত্তর দিনাজপুরে। আমডাঙায় শ্বশুরবাড়ি। স্বামীর নাম প্রশান্ত পাত্র। কিছুদিন হল ছোটু মল্লিকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ে করার চাপ দিচ্ছিল ছোটু। মহিলা বিয়েতে রাজি ছিলেন না। এ নিয়ে দু’জনের বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে তাঁকে গলা টিপে তাঁকে খুন করা হয়েছে। ছোটু জিজ্ঞাসাবাদের সময় খুনের কথা স্বীকার করে নেন। তিনি পুরসভার কর্মী। 

    বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, তদন্তে বিবাহ বহির্ভূত সম্পর্কের খোঁজ পাওয়া গিয়েছে। সে সূত্রে ছোটু মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। হাত দিয়ে গলা টিপে খুন করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)