সংবাদদাতা, বনগাঁ: বন্ধুদের নিয়ে এক বধূকে ধর্ষণ করলেন তাঁরই প্রাক্তন প্রেমিক। গাইঘাটা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ওই বধূ। তদন্তে নেমে পুলিস তাঁর প্রাক্তন প্রেমিক ও তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম তরুণ গাইন, অভিজিৎ পাল, রাজা সাহা ও তপব্রত ঢালি।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার বাসিন্দা ওই বধূর বিয়ের পরেও তাঁর সঙ্গে তরুণ গাইনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। মঙ্গলবার রাতে তরুণ গাইন বন্ধুদের সঙ্গে যোগসাজস করে ওই বধূকে ডেকে নিয়ে যান। এরপর স্বরূপনগর থানা এলাকার এক ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করেন। এই ঘটনা জানাজানি হলে ভয়ানক ফল হবে বলে হুমকিও দেন তাঁরা। যদিও পরে নির্যাতিতা মহিলা গাইঘাটা থানায় অভিযোগ জানান। এরপরই ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিস। শনিবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের পাঁচদিনের পুলিস হেফাজতে পাঠিয়েছেন।