• পাকিস্তানের সমর্থনে পোস্ট, যুবককে মার
    বর্তমান | ১১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: পাকিস্তানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট এক স্বর্ণকারের। বিষয়টি জানাজানি হলে শনিবার ওই যুবককে পোস্টটি মুছে ফেলার কথা বলেন অন্যরা। কিন্তু তাতে রাজি না হয়ে ওই যুবক উল্টে শাসানি দিতে থাকেন। তখন অভিযুক্ত যুবকের উপর চড়াও হন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় বারাসত শহরের হরিতলায়। খবর পেয়ে জনরোষের হাত থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসে পুলিস।

    পরবর্তীতে উস্কানিমূলক পোস্ট করার দায়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম সাফাউল শেখ (২৬)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সাফাউল মাস ছয়েক ধরে বারাসতের হরিতলার একটি সোনার দোকানে কাজ শিখছিলেন। বারাসত বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সদস্যপদের কার্ডও পাননি তিনি। ভারত-পাক যুদ্ধের আবহে সে ফেসবুক অ্যাকাউন্টে উস্কানিমূলক পোস্ট করে। শুধু তাই নয়, পাকিস্তানকে সমর্থনের পাশাপাশি ভারতীয় সেনাদের নামে কুরুচিকর মন্তব্য করে বলেই অভিযোগ। শনিবার হরিতলার সোনাপট্টির লোকজন তাঁকে সেই পোস্ট মুছতে বলেন। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। সাফাউলের উপর চড়াও হন স্থানীয় বাসিন্দারা। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিস। জনরোষের হাত থেকে যুবককে উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে। এনিয়ে বারাসত বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সহকারী সম্পাদক মহাদেব সিংহ বলেন, পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা দিনরাত এক করে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছেন। এরমধ্যেই ভারতে বসবাসকারী এক যুবক পাকিস্তানকে সমর্থন করে ফেসবুকে পোস্ট করেছেন। এটা আমরা মেনে নিতে পারছি না। তাই পুলিসের হাতে ওই যুবককে তুলে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)