এই সময়: পূর্বাভাস ছিলই। তা কার্যত অক্ষরে অক্ষরে মিলিয়ে গরম ক্রমে বাড়ছে মহানগরে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে অবস্থা আরও বেশি অসহনীয় হচ্ছে। একদিকে রোদের তাপ, অন্যদিকে দরদরিয়ে ঘাম। সূর্য ডোবার পরেও অস্বস্তি তেমন কমছে না। শনিবার কলকাতার পরিস্থিতি ছিল এমনই। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনে বাতাসে জলীয় বাষ্প কমে আসতে পারে শুকনো গরম। এবং মহানগরে বৃষ্টির সম্ভাবনাও খুব কম। অন্তত মঙ্গলবার পর্যন্ত কলকাতার আবহাওয়া মোটের উপর এমনই থাকার পূর্বাভাস।
এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই সামনের কয়েকদিন গরম আরও বাড়বে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই জেলাগুলিতে পরের ক’দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ, রবি ও কাল, সোমবার তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।
তবে কলকাতায় সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের আট জেলায় আজ ঝড়–বৃষ্টিও হতে পারে বলে আলিপুরের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এই জেলাগুলি হলো, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। কাল, সোমবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়–বৃষ্টির সম্ভাবনা আছে। সাময়িক স্বস্তি মিললেও এই ঝড়–বৃষ্টিতে গরমের প্রকোপ অবশ্য বিশেষ কমবে না বলেই জানা গিয়েছে।
আর উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে? আলিপুর জানাচ্ছে, আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে রাজ্যের উত্তরের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে দার্জিলিং–সহ কিছু জেলায়। তবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পূর্বাভাস শুনিয়েছেন আবহবিদরা।