• বাড়ি বসেই বাসের লোকেশন, শহরবাসীর জন্য নতুন অ্যাপ পরিবহণ দপ্তরের
    এই সময় | ১১ মে ২০২৫
  • এই সময়: বাড়িতে বসেই এবার বাসের সময় জানতে পারবেন শহরবাসী। রাস্তাতে দাঁড়িয়েই কাটা যাবে বাসের টিকিট—সৌজন্যে যাত্রী সাথী অ্যাপ। ওই অ্যাপেই ‘হোয়ার ইজ মাই বাস’ নামক নতুন প্ল্যাটফর্ম খোলা হয়েছে। শনিবার পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই নতুন ব্যবস্থার উদ্বোধন করেন। মন্ত্রী বলেন,‘যাত্রীদের সুবিধের জন্যই এই ব্যবস্থা চালু করা হচ্ছে।’

    পরিবহণ দপ্তরের কর্তারা জানাচ্ছেন, এই অ্যাপের মাধ্যমে বাসের সঠিক অবস্থান যেমন জানা যাবে তেমনই ডিজিটাল টিকিট কাটারও ব্যবস্থা থাকবে। প্রথম পর্যায়ে ১৬টি বিশেষ রুটের ৬০টি বাসকে এই অ্যাপ-এর আওতাভুক্ত করা হয়েছে। পরবর্তী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে কলকাতার সকল শীততাপ-নিয়ন্ত্রিত সরকারি বাসকে এই অ্যাপের মধ্যে আনা হবে।

    আগামীদিনে কলকাতার সমস্ত বেসরকারি বাসকেও এই পরিষেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বাসের বর্তমান অবস্থান চিহ্নিতকরণ থেকে শুরু করে, বাসস্টপে বাসটি পৌঁছনোর নির্দিষ্ট সময়, ওই বাসের সমস্ত স্টপেজ এবং নির্ধারিত ভাড়া সবই জানতে পারবেন যাত্রীরা।

    শুধু যাত্রীরা নয়, এই বাসের দ্বারা বাসের উপর নজরদারি চালানো আরও সুবিধে হবে। এক কর্তা বলেন,‘বাসের রেষারেষি, রুট ভাঙার মতো ঘটনাও কন্ট্রোল রুমে বসেই আমাদের কর্মীরা জানতে পারবেন।’

  • Link to this news (এই সময়)