এই সময়, কোচবিহার: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে ছ’টি ট্রেন বাতিল করেছে রেল। একই সঙ্গে যাত্রী সংখ্যাও কমেছে। কোচবিহার থেকে রাজস্থান, পাঞ্জাব– সহ দেশের বিভিন্ন প্রান্তে যাঁরা পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান তাঁদের মধ্যে অনেকেই টিকিট বাতিল করেছেন বলে জানা গিয়েছে।
রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গনপত সনপ জানিয়েছেন, কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। তবে টিকিট কতজন বাতিল করেছে সেই বিষয়ে কোনও তথ্য নেই। রেল সূত্রে জানা গিয়েছে, অমৃতসর- কাটিহার স্পেশাল, হাওড়া–কাটিহার এক্সপ্রেস এবং যোগবানি- শিলিগুড়ি এক্সপ্রেস ট্রেন ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত বাতিল করা হয়েছে।
রেলের আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে বড় স্টেশন নিউ কোচবিহার। গড়ে প্রতিদিন প্রায় দশ হাজার মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। তার মধ্যে একটি বিরাট অংশের মানুষ পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান ভিন রাজ্যে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তাঁদের ভিন রাজ্যে যাওয়ার প্রবণতা কমেছে। অনেকেই আতঙ্কে এই মুহূর্তে কাজে যেতে চাইছেন না।
শনিবার নিউ কোচবিহার স্টেশনে এসেছিলেন অসমের বাসিন্দা মহিবুল ইসলাম। রাজস্থানে টাইলস কোম্পানিতে কাজ করেন এই যুবক। বিকানের যাওয়ার জন্য ট্রেন ধরতে এসেছিলেন। তবে তাঁর সহকর্মীরা যাবেন না শুনে তিনিও বাড়ি ফিরে যান। নিশিগঞ্জের বাসিন্দা অমর বর্মন প্রায় ৩০ বছর ধরে রাজস্থানে একটি সুতো কোম্পানিতে কাজ করেন।
পরিবারের মুখে দু’বেলা অন্ন তুলে দিতেই ভিন রাজ্যে কাজ করছেন তিনি। তাঁর কথায়, ‘ছুটিতে আমার সঙ্গে যাঁরা বাড়িতে এসেছিলেন, অনেকেই এই পরিস্থিতিতে যেতে চাইছেন না।’ করোনাকালে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময়ে ভিন রাজ্যে কাজে যাওয়া প্রায় বন্ধ ছিল। ফের যুদ্ধের আতঙ্কে এমন পরিস্থিতি হঠাৎ করেই তৈরি হয়েছে।