দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের প্রক্রিয়া মিটতেই বদলি করা হলো দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক অপূর্ব বিশ্বাসকে। তাঁকে কালিংপংয়ের DWO-এর PO-র পোস্টে পাঠানো হলো। তাঁর জায়গায় দায়িত্ব নেবেন পশ্চিম মেদিনীপুরের DRDC-এর নীলাঞ্জন মন্ডল।
আজ রবিবার মাতৃ দিবস। এ দিন সকল মা-কে মাতৃ দিবসের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে তিনি একটি পোস্টে লিখেছেন, ‘মা যে মোদের মা... মাতৃ দিবস-এ সকল মা-কে আমার হৃদয় থেকে প্রণাম জানাই।’
শনিবার রাতে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর দ্বিতীয় পক্ষের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি চুঁচুড়ার কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর দক্ষিণ এলাকার। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আজ স্প্যানিশ লিগে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা চার পয়েন্টে এগিয়ে রয়েছে। আজ জিতলে এ বারের স্প্যানিশ লিগ জেতার দিকে অনেকটাই এগিয়ে যাবে। এখনও পর্যন্ত দুই দলই ৩৪টি ম্যাচ খেলেছে।
চলতি বছরের ৩ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয় আইআইটি খড়্গপুরে। গত ৩ বছরের পরিসংখ্যান ধরলে এই সংখ্যাটা ৬ জনের বেশি। দেশজুড়ে বিভিন্ন মহলেই প্রশ্নের মুখে পড়েছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। এবার ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গড়ল খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। শনিবার রাতে একটি প্রেস বিবৃতির মাধ্যমে আইআইটি খড়্গপুরের তরফে জানানো হয়েছে, এই কমিটিতে মনরোগ বিশেষজ্ঞ (সাইকোলজিস্ট), মনোবিদ (কাউন্সেলর) থেকে পুলিশ আধিকারিক, আইনজ্ঞ, শিক্ষাবিদ থেকে প্রাক্তনীদের প্রতিনিধিও থাকবেন। তাঁরা গত কয়েক মাসে তথা সাম্প্রতিক সময়ে আইআইটি খড়্গপুরে ঘটে যাওয়া পর পর ছাত্রমৃত্যুর রহস্য উদঘাটন করবেন।
একদিকে রোদের তাপ, অন্যদিকে অসহ্য গরম। শনিবার কলকাতার পরিস্থিতি ছিল এমনই। কলকাতা-সহ একাধিক জেলায় গরমে নাজেহাল অবস্থা মানুষের। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনে বাতাসে জলীয় বাষ্প কমবে। তবে মহানগরে বৃষ্টির সম্ভাবনা এখন খুব কম। মঙ্গলবার পর্যন্ত কলকাতার আবহাওয়া এমনটাই থাকবে বলে পূর্বাভাস।