• একমাস আগেই ছুটি, বাড়ি ফিরল বাংলাদেশি পড়ুয়ারা
    এই সময় | ১১ মে ২০২৫
  • এই সময়, চ্যাংড়াবান্ধা: ভারত–পাক যুদ্ধের আবহ তৈরি হওয়ায় এক মাস আগেই পাহাড়ের একাধিক স্কুলে ছুটি ঘোষণা করলেন কর্তৃপক্ষ। আগামী পয়লা জুন ফের স্কুল খুলবে। তবে অন্যরকম পরিস্থিতি হলে ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

    সাধারণত পাহাড়ের স্কুলগুলিতে জুন মাসে গ্রীষ্মের ছুটি দেওয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হঠাৎ করে স্কুল ছুটি হওয়ায় উদ্বিগ্ন বাংলাদেশের অভিবাবকরা। সন্তানদের নিয়ে তড়িঘড়ি বাড়ি ফিরতে শনিবার অনেকে আসেন চ্যাংড়াবান্ধা সীমান্তে।

    বাংলাদেশের প্রচুর ছাত্র কার্শিয়াং জেলার বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। শনিবার সেই ছাত্ররাই বাংলাদেশ ফিরল। তাদের অভিভাবকদের মধ্যে কেউ শনিবারই ভারতে এসেছেন, কেউ শুক্রবার। চট্টগ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্রী পুস্পিতা সাহার কথায়, ‘স্কুলে জুন মাসে গ্রীষ্মের ছুটি হয় কিন্তু এ বার এক মাস আগেই সেই ছুটি দিয়ে দেওয়া হলো। ছুটির কারণ হিসেবে স্কুলের তরফে বর্তমান পরিস্থিতির কথা জানানো হয়েছে।’ ঢাকার অনিন্দিতা দাস নামে এগারো ক্লাসের ছাত্রী জানিয়েছে, তাদের স্কুলেও একই কারণে ছুটি দেওয়া হয়েছে।

    বাংলাদেশের নরসিন্ধি জেলার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র কিষানজিৎ ঘোষ এ দিন একাই ফেরে তার বাড়িতে। বুড়িমারি হয়ে সোয়েদপুর বিমানবন্দর থেকে ঢাকা হয়ে বাড়ি ফিরবে সে। স্কুলের গাড়িতে তাকে এ দিন চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে পৌঁছে দেওয়া হয়। বাংলাদেশের নরসিন্ধ জেলার বাসিন্দা দিলীপ কুমার সূত্রধর স্ত্রী–ছেলেকে নিতে এসেছিলেন চলতি মাসের ১ তারিখে।

    কিন্তু স্ত্রীর ভিসা না মেলায় স্ত্রী ও ছেলেকে রেখেই তাঁকে ফিরে যেতে হয়। চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী অমল বসুনিয়া বলেন, ‘বহু অভিভাবক লাদেশ থেকে সীমান্তের পরিস্থিতি সম্পর্কে জানতে ফোন করছেন।’

  • Link to this news (এই সময়)