নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত শহর থেকে দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। স্থানীয়ভাবে মেঘ জমে ঝড়-বৃষ্টি হলে, তার পূর্বাভাস আগেই দেবে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু তার সম্ভাবনাও কম। কেরলে আগাম বর্ষার প্রবেশের কথা গতকাল, শনিবারই জানিয়েছে দিল্লির মৌসম ভবন। তবে এরাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। অস্বস্তিকর ও উষ্ণ আবহাওয়া বজায় থাকবে শহরে। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে লু বইতে পারে।