শিশু চুরির অভিযোগকে কেন্দ্র করে মালদহের হাসপাতালে উত্তেজনা
দৈনিক স্টেটসম্যান | ১১ মে ২০২৫
মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতাল থেকে বাচ্চা চুরির ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
কয়েকদিন আগে ইসা সাহা নামের এক মহিলাকে প্রসব যন্ত্রণা নিয়ে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। এ দিন হাসপাতাল থেকে তাঁর ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিবারের সদস্যরা না আসায় তিনি সদ্যোজাত শিশুকে বেডে শুইয়ে রেখে জেরক্সের দোকানে যান। পাশের বেডে থাকা রোগীকে শিশুটির উপর নজর রাখতে বলে যান। কিন্তু ফিরে এসে দেখেন, বেডে তাঁর সন্তান নেই। এরপরই চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি। ততক্ষণে তাঁর পরিবারের সদস্যরা সেখানে চলে আসেন। গোটা হাসপাতালে শিশুর খোঁজ না মেলায় হাসপাতাল সংলগ্ন এলাকায় খোঁজাখুজি শুরু হয়। এরপর হাসপাতাল থেকে বেশ কিছুটা দূরে বেলডাঙি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পাশাপাশি ধরা হয় অভিযুক্ত মহিলাকে।
অভিযুক্তকে হাসপাতালে নিয়ে আসেন শিশুর পরিবারের সদস্যরা। উত্তেজনার খবর পেয়ে ততক্ষণে হাসপাতালে পৌঁছে যায় পুলিশ। অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে যেতে গেলেই বাধা দেয় শিশুর পরিবার। ওই মহিলাকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি করেন তাঁরা। এই দাবিতে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন। শুরু হয় ধস্তাধস্তি। এর জেরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ বাহিনীকে ডেকে পাঠানো হয়। তাঁদের সাহায্যে অবশেষে অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে গাজোল থানায় নিয়ে আসে পুলিশ। গাজোল হাসপাতালের সুপার অঞ্জন রায় জানিয়েছেন, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ও পর্যাপ্ত সিসিটিভির প্রয়োজন রয়েছে।