স্টাফ রিপোর্টার: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ায় সোশাল মিডিয়ায় নেটিজেনদের নিশানায় বিজেপি। ফেসবুক-ইনস্টাগ্রামে অসংখ্য মানুষ সরাসরি আক্রমণ করে লিখেছেন, ‘১৯৪৭ সালে ইংরেজদের হয়ে দালালি করেছিল আরএসএস। আর ২০২৫-এ দেশ যখন বদলা চাইছে তখনও ট্রাম্পের কথায় গুটিয়ে গেল বিজেপি।’
সংঘর্ষবিরতির আগে দুপুরেও দেশজুড়ে প্রধানমন্ত্রীর সমর্থনে গলা ফাটাচ্ছিল আমজনতা। সন্ধ্যায় সংঘর্ষবিরতি ঘোষণা হতেই মুহূর্তে সেই প্রশংসা বিদ্রুপ-কটাক্ষে রূপান্তরিত হয়ে গেল। ক্ষতে মলম লাগিয়ে পরিস্থিতি সামাল দিতে স্বভাবতই আমজনতার ক্ষোভ নিরসনে মাঠে নামছে বঙ্গ বিজেপি।
সফল ‘অপারেশন সিঁদুর’-কে সামনে রেখে সেনাবাহিনীর সাফল্যকে তুলে ধরতে রাজ্যের সমস্ত মহকুমায় অভিনন্দন যাত্রা করবে বিজেপি। সেনার সাফল্যকে সামনে রেখে বিজেপি কেন্দ্রীয় সরকারের হয়ে প্রচার করবে। এই অভিনন্দন যাত্রা নিয়ে রাজ্যে বিজেপির তরফে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে মাথায় রেখে একটি কমিটিও করা হয়েছে। এদিকে, সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়েও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি ট্রাম্প ঘোষণা করলেন। কে পরিচালনা করছে বোঝাই যাচ্ছে।