১৮ দিন পার। কিন্তু এখনও পর্যন্ত খোঁজ নেই ভারতীয় সেনা জওয়ান পূর্ণম কুমার সাউয়ের। শনিবার সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিয়েছিল ভারত ও পাকিস্তান। কিন্তু তারপরেও পাকিস্তান সেই চুক্তি লঙ্ঘন করে সীমান্তে হামলা চালায়। এমন পরিস্থিতিতে পাক সেনার হাতে বন্দি পূর্ণম দেশে ফিরতে পারবেন কি না সেই নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাঁর পরিবারের। পূর্ণমের স্ত্রী এখন শুধু চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে স্বামীকে ফিরিয়ে আনতে।
কী বলছেন ভারতীয় সেনা জওয়ানের স্ত্রী?
পূর্ণমের স্ত্রী রজনী সাউ বলেন, ‘যুদ্ধ যে পুরো থেমে গিয়েছে, সেটা নিশ্চিত ভাবে এখনও আমরা জানি না। ফের পাকিস্তান হামলা করতে পারে। কিন্তু এ সবের মাঝখানে আমার স্বামী আটকে গিয়েছে। কতদিন আর এ ভাবে চলবে? আমি এ বিষয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই। ওনার সঙ্গে কথা বলার জন্য আমি মাত্র ১০ মিনিট সময় চাইছি।’
তিনি আরও বলেন, ‘এতদিন হতে চলল আমরা পূর্ণমের কোনও খবর পায়নি। ও কেমন আছে, আমরা কিছুই জানি না। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, যাতে তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন।’
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি শনিবারই বিএসএফের ডিরেক্টর জেনারেলের সঙ্গে কথা বলেছি। তিনি পূর্ণমকে দেশে ফেরানোর জন্য সবরকম ভাবে চেষ্টা করছেন বলে জানিয়েছেন। আমি রাজনাথ সিংহের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। প্রধানমন্ত্রীর অফিসেও যোগাযোগ করি। সেখান থেকে একজন আধিকারিকের সঙ্গে কথা হয়। তিনি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাবেন বলেছেন। আমরা পূর্ণামের ফিরে আসার জন্য অপেক্ষা করছি।’
প্রসঙ্গত, ডিউটির মাঝে ‘ভুল করে’ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন পূর্ণম কুমার সাউ। তার পর থেকে এখনও পাকিস্তানি সেনার কাছেই তিনি বন্দি। কিন্তু এতদিন পরও ছেলের কোনও খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটচ্ছে তাঁর পরিবারের।