ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধপরিস্থিতি। গত তিন চার দিনে লাগাতার ড্রোন-মিসাইলের উড়ে আসার ছবি সামনে এসেছে। এরই মধ্যে বাংলা-বাংলাদেশ সীমান্তে ড্রোন উদ্ধারের ঘটনা। শনিবার রাতে এই ড্রোন উড়ে আসে বলে খবর। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার দুর্গাপুর-বরোজডিহি গ্রামে শনিবার রাতে একটি ড্রোন উদ্ধার হয়। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও বিএসএফের তরফে দাবি করা হয়েছে, এই ধরনের ড্রোন ইভেন্টে ব্যবহার করা হয়।
সামশেরগঞ্জের যে গ্রাম থেকে এই ড্রোন উদ্ধার হয়েছে, তা একেবারে সীমান্ত লাগোয়া। স্থানীয় সূত্রে খবর, সামশেরগঞ্জ থানার নিমতিতা পঞ্চায়েতের দুর্গাপুর-বরোজডিহি গ্রামের কয়েক জন যুবক রাতে মাঠে বসেছিলেন। গরমের কারণে মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন তাঁরা।
স্থানীয় পলাশ মণ্ডল নামে এক যুবক পাশের ভুট্টার জমিতে একটি ড্রোন পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ওই ড্রোন বাজেয়াপ্ত করে নিয়ে যায়। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ বলেন, ‘উদ্ধার হওয়া ড্রোনটি স্থানীয় এক বাসিন্দার বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। কিন্তু কী কারণে তিনি ওই ড্রোন ওড়াচ্ছিলেন, তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে।’
বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের তরফে জানানো হয়েছে, মুর্শিদাবাদ থেকে যে ড্রোন উদ্ধার হয়েছে, তা ফটোগ্রাফাররা ব্যবহার করেন। মূলত ইভেন্টের কাজে ব্যবহৃত হয়। ৪০০ থেকে ৫০০ মিটার রেঞ্জে ১৫-২০ মিনিটের মতো উড়তে পারে। ইনবিল্ট ৪কে ক্যামেরা রয়েছে। কোনও লোড বহনের ক্ষমতা নেই। আপাতত সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে তা তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।