• বার্লার বাড়িতে সিকিমের মুখ্যমন্ত্রী, হাজির দার্জিলিং-আলিপুরদুয়ারের সাংসদ-সহ একাধিক বিধায়ক...
    আজকাল | ১১ মে ২০২৫
  • অতীশ সেন, ডুয়ার্স: রবিবার সকালে জন বার্লার বাড়িতে এলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (পি.এস.গোলে)। গত এপ্রিল মাসে প্রয়াত হয়েছেন জন বার্লার স্ত্রী। রবিবার খ্রীষ্টান ধর্মীয় নিয়ম মেনে তার শ্রদ্ধানুষ্ঠা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোকের আবহে বার্লার পরিবারের পাশে থাকতেই সিকিমের মুখ্যমন্ত্রীর অরাজনৈতিক সৌজন্যমূলক এই সফর বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ভোর সাড়ে চারটায় তিনি গ্যাংটক থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল সাড়ে সাতটায় বানারহাটের লখিপাড়ার চা বাগানে বার্লার বাসভবনে পৌছান। উপস্থিত হন আলিপুরদুয়ার এর সাংসদ মনোজ টিগ্গা, দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা, দার্জিলিং-এর বিধায়ক নিরজ জিম্বা, কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাওঁ, কালচিনির বিধায়ক বিশাল লামা। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরাও বার্লার বাড়ি যান।

    কিডনি সংক্রান্ত অসুখে আক্রান্ত জন বার্লার স্ত্রী মহিমা বার্লা দীর্ঘদিন অসুস্থ থাকার পর দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল প্রয়াত হন। বানারহাটের লখিপাড়া চা বাগানের বাড়িতে ২৬ তারিখ দেহ নিয়ে আসা হয় এবং ওই দিনই কলাবাড়িতে অবস্থিত বার্লার ফার্ম হাউসে তাঁকে খ্রীষ্টান রীতিনীতি মেনে সমাধিস্থ করা হয়। সেই দিনও বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, বিধায়ক সহ নেতা-কর্মী ও স্থানীয় অনুগামীরা সেখানে উপস্থিত হয়েছিলেন। 

    পি.এস.গোলে সংবাদ মাধ্যমের সামনে কোনও বক্তব্য না রাখলেও রাজু বিস্তা জানান, বার্লা ও পরিবারের পাশে থাকতেই তারা রবিবার এসেছিলেন। তিনি বলেন, বার্লার স্ত্রী কিডনি সংক্রান্ত অসুখে আক্রান্ত ছিলেন। স্ত্রী বিয়োগের পর বার্লা কিডনির অসুখে আক্রান্ত সাধারণ মানুষের চিকিৎসার জন্য একটি ট্রাস্ট করার পরিকল্পনা করছেন। এমন উদ্যোগে তারাও বার্লাকে সাহায্য করবেন বলে তিনি জানান। শোকের আবহে পরিবারের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন বার্লা নিজেও।
  • Link to this news (আজকাল)