'আমাকে কুপিয়ে দিল', রক্তাক্ত অবস্থায় ছেলেকে ফোন প্রৌঢ়ার, দ্বিতীয় স্বামীর কীর্তিতে শিউরে উঠলেন সকলে ...
আজকাল | ১১ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: স্ত্রী'কে কুপিয়ে খুন করল দ্বিতীয় পক্ষের স্বামী! অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়। কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর দক্ষিণ এলাকায় গতকাল রাতে বছর ৫৮-র সুপর্ণা ঘোষকে কুপিয়ে হত্যা করল তাঁরই দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বল শীল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে দ্বিতীয় পক্ষের স্বামীর সঙ্গে প্রিয়নগরে ভাড়া বাড়িতে থাকতেন সুপর্ণা। আয়ার কাজ করতেন তিনি। এবং তাঁর সেই উপার্জনেই সংসার চলত।
বাড়ির মালিক শুভাশিস আঢ্য জানান, গভীর রাতে হঠাৎ উজ্জ্বল শীলের শরীর খারাপ হলে, সে বিষয়টি ফোন করে জানিয়ে দেয় তার স্ত্রী'কে। কাজ থেকে তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন সুপর্ণা। বাড়ি ফিরে তিনি স্বামীর খোঁজ নিতে ঘরে ঢুকতেই উজ্জ্বল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর এলোপাথাড়ি কোপাতে থাকে স্ত্রী'কে।
রক্তাক্ত অবস্থায় সুপর্ণা তাঁর প্রথম পক্ষের ছেলেকে ফোন করে বলেন, 'আমাকে কুপিয়ে দিল।' এরপরই পরিবারের সদস্যরা বুড়োশিবতলা থেকে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পরে রয়েছেন প্রৌঢ়া।
খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রৌঢ়াকে উদ্ধার করে স্থানীয় ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত উজ্জ্বল শীলকে পুলিশ আটক করেছে এবং এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।
কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতার ছেলে ও বৌমা জানান, তাঁদের মা সংসার চালাতেন। উজ্জ্বল কিছুই করত না। তাঁদের মধ্যে অশান্তিও হত। সেই কথা একাধিকবার ফোন করে বলতেন সুপর্ণা।