'জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রীদের অভাব বোধ করছি', বার্তায় কার প্রতি কটাক্ষ কল্যাণের? ...
আজকাল | ১১ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর ক্ষোভ প্রকাশ তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির। তাঁর কথায়, যে সকল প্রাক্তন প্রধানমন্ত্রী নিজের থেকেও বেশি দেশকে গুরুত্ব দিয়েছেন, তাঁদের অভাব বোধ করছেন তিনি। কল্যাণের বক্তব্য, 'নেহেরু, ইন্দিরা, বাজপেয়ীদের কাছে দেশ ছিল আগে। তাঁরা কেউ বিশ্বগুরু হতে চাননি।'
কল্যাণের কথায়, 'মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলার পর আমরা জানতে পারি সংঘর্ষবিরতি হয়েছে।পরবর্তী সময়ে বিদেশ সচিব বিক্রম মিস্রিও বলেছেন। আমার মতে, ট্রাম্পের একটা ভূমিকা রয়েছে এর পিছনে। আমরা এবিষয়ে বিশেষ কিছু মন্তব্য করব না। কারণ, গোটা ঘটনার উপর আমাদের কিছু বক্তব্য আছে। আমাদের কাছে দেশ আগে। শান্তি আগে।'
এরপরই কল্যাণ বলেন, 'তবে আমার একটা জিনিস মনে হয়েছে, রাজনীতিতে বিশাল ব্যক্তিত্ব, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, অটল বিহারী বাজপেয়ীদের মতো মানুষদের অভাব বোধ করছি। এঁরা দেশের নায়ক হতে চেয়েছিলেন। এঁরা দেশ নেতা হতে চেয়েছিলেন। এঁরা দেশকে অগ্রাধিকার দিয়েছিলেন। এঁরা কেউ বিশ্বগুরু হতে চাননি। তাই যাঁরা দেশের জন্য কাজ করেছিলেন, সেই সব প্রাক্তন প্রধানমন্ত্রীদের জন্য গর্বিত আমরা।'