যুদ্ধবিরতি ঘোষনা ভারত-পাকিস্তানের, এবার কি বিএসএফ জওয়ান ঘরে ফিরবে? দুশ্চিন্তা কাটছে না পরিবারের...
আজকাল | ১১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও এ পর্যটকদের উপর গুলি চালিয়ে নির্মম ভাবে হত্যা লীলার প্রত্যাঘাত করেছে ভারত। মধ্যরাতের অপারেশন সিঁদুরে, বেশকিছু পাক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। তারপরে পাকিস্তানও পাল্টা হামলা চালিছে ভারতের উপর। দুই দেশের সংঘর্ষের আবহে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর বর্ডারে পাক রেঞ্জার্স এর হাতে আটক হন রিষড়ার বাসিন্দা ২৪ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তাঁর মুক্তির জন্য একাধিকবার ফ্ল্যাগ মিটিং হয়, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে পূর্নমের মুক্তির ব্যাপারে কোনও উত্তর মেলেনি।
শনিবার দু’ দেশই অস্ত্রবিরতির কথা ঘোষণা করায় আবার নতুন করেন আশার আলো পরিবারে। পূর্ণমের স্ত্রী রজনী সাউ বলেন, প্রায় কুড়ি দিন হয়ে গেল পাকিস্তানে বন্দি রয়েছে পূর্ণম। তাই দুশ্চিন্তা তো রয়েছেই। তবে সংঘর্ষ বিরতির ঘোষনায় কিছুটা স্বস্তি মিলছে। যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ উদ্বেগ উৎকণ্ঠ কাটছে না। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলতে চান বলেও জানান।
শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, ‘আমি গতকালই ডিজি বিএসএফের-এর সঙ্গে কথা বলেছি। যেহেতু দুই দেশই সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছে, তাই পূর্ণম সাউকে হারিয়ানার বিষয়ে পদক্ষেপ করা উচিত। ডিজি আমাকে জানিয়েছেন তিনি সর্বোচ্চভাবে চেষ্টা চালাচ্ছেন। আমি রাজনাথ সিংয়ের সঙ্গে ও যোগাযোগের চেষ্টা করেছিলাম।‘