• মানিকচক থানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর বিস্ফোরণ, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা...
    আজকাল | ১১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মালদহের মানিকচক থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল থানার মালখানা। অগ্নিকাণ্ডের সময়েই পরপর দু'টি বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল এলাকা জুড়ে। 

    পুলিশ সূত্রে খবর, শনিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। হঠাৎ করেই মানিকচক থানার মালখানায় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুন মালখানা থেকে থানার অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ওই সময় পুলিশের পক্ষ থেকে জেসিবি মেশিন লাগিয়ে মালখানার দেওয়ালের একাংশ ভেঙে ফেলে আগুন বাইরে বের করার চেষ্টা করা হয়। আর ঠিক তখনই পরপর দু'টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকার সাধারণ মানুষজনের মধ্যে। 

    বিস্ফোরণের শব্দ শুনেই সকলে আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেড়িয়ে পড়েন। এদিকে এই খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন মালদহ থেকে ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু একটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। ফলে দমকলের আরও একটি ইঞ্জিন আনা হয়। এরপর দু'টি ইঞ্জিনের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও, মানিকচক থানার মালখানা পুরোপুরি আগুনে ছারখার হয়ে যায়। মালখানায় বাজেয়াপ্ত করে রাখা সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়। 

    স্থানীয়রা জানান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের সময় পরপর যে দু'টি বিস্ফোরণ ঘটেছে, তা কী থেকে হয়েছে এখনও স্পট জানা যায়নি। অনেকের অনুমান, মালখানায় কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল। সম্ভবত সেই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে সঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ ও দমকল তদন্ত শুরু করেছে। 
  • Link to this news (আজকাল)