• মাতৃবন্দনায় শামিল জলপাইগুড়ি শহরের প্রাথমিক বালিকা বিদ্যালয়
    বর্তমান | ১১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরে মাতৃবন্দনায় শামিল হল খুদে পড়ুয়ারা। রবিবাসরীয় সকালে শহরের সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বিশ্ব মাতৃ দিবস পালিত হয়েছে। মাকে নিয়ে প্রবন্ধ লিখল তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্রীরা। মা ও সন্তানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই দাবি স্কুল কর্তৃপক্ষের। মাকে ঘিরে নিজেদের অনুভূতি প্রবন্ধের মাধ্যমে প্রকাশ করে সন্তানরা। যা দেখে খুশিতে আত্মহারা মায়েরা। তাঁদের কথায়, মা তার সন্তানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু একজন মা তার সন্তানের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো সবসময় ছেলে-মেয়েরা মুখে বলে বোঝাতে পারে না। সেক্ষেত্রে এদিন খুদেরা মায়ের সম্পর্কে নিজেদের মনের ভাব লিখে প্রকাশ করেছেন। এটা যে কোনও কিছুর থেকে বড় পাওনা। অনুষ্ঠানে উপস্থিত থাকা মায়েদের হাতে গ্রিটিংস কার্ড তুলে দিয়ে মিষ্টিমুখ করায় শিশুরা। অনুষ্ঠানে হাজির ছিলেন ডিপিএসসি-র চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায়।
  • Link to this news (বর্তমান)