• ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ লাগোয়া সীমান্তে জারি বিশেষ নির্দেশ
    আজকাল | ১২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে দিনহাটা মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত এবং সীমান্ত সংলগ্ন এক কিলোমিটার এলাকা জুড়ে বিশেষ বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। এই মর্মে একটি নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করেছেন দিনহাটা মহকুমা শাসক। 

    সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনহাটা মহকুমার যে সমস্ত এলাকা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে, সেই সমস্ত এলাকায় সীমান্ত থেকে এক কিলোমিটার এলাকায় আগামী ৩০ জুন পর্যন্ত বিশেষ বিধিনিষেধ থাকবে। বিশেষ করে সীমান্ত এবং সীমান্ত থেকে এক কিলোমিটার এলাকার মধ্যে রাত ন'টা থেকে পরের দিন সকাল ছ'টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কোনওরকম পরিবহন নিষিদ্ধ। পাশাপাশি সীমান্তের এক কিলোমিটার এলাকার মধ্যে যে সমস্ত হাট-বাজার ও দোকান রয়েছে সেগুলি রাত আটটা থেকে সকাল ছ'টা পর্যন্ত বন্ধ রাখতে হবে। একই সঙ্গে সীমান্তের পাশে ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ছ'টা থেকে সকাল ছ'টা পর্যন্ত গবাদি পশুর বিচরণ একেবারেই নিষিদ্ধ। এই প্রশাসনিক নির্দেশ যদি কেউ লঙ্ঘন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। 

    এবিষয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, সীমান্ত এলাকায় মহকুমা শাসকের নির্দেশে বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বলেন, সীমান্তে সুরক্ষার জন্য এবং দেশের প্রয়োজনে সাধারণ মানুষের একটু অসুবিধা হলেও প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে।
  • Link to this news (আজকাল)