আগামী ২ ঘণ্টায় তিন জেলায় প্রবল ঝড়বৃষ্টি, দিনভর ১৩ জেলায় চরম দুর্যোগের ঘনঘটা, আবহাওয়ার বড় অ্যালার্ট
আজকাল | ১২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। রবিবাসরীয় সকাল থেকেই জেলায় জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব শুরু হবে। দিনভর চরম ভোগান্তির আশঙ্কা উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যা ঘিরে আগেভাগেই সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।
রবিবার সকালে মৌসম ভবন জানিয়েছে, আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি করা হয়েছে হলুদ সর্তকতা।
আজ দিনভর দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও আজও তীব্র গরম অনুভূত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত তীব্র গরমের আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। আবার বুধবার থেকেই শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির আবহাওয়াই বজায় থাকবে।