আজকাল ওয়েবডেস্ক: সজলধারা প্রকল্পের পাইপলাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তুমুল অশান্তি দুই প্রতিবেশীর মধ্যে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের পাড়াতল ২ গ্রাম পঞ্চায়েতের শ্রীমানপুর সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে গুরুতর আহত হয়েছেন দুই পরিবারের ১২ জন সদস্য। তাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত গুরুতর।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আহতদের প্রথমে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। দু’তরফেই হাসপাতালে চিকিৎসা করানোর পর জামালপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, খবর পেয়ে জামালপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছে।
অভিযোগ, দু’পক্ষের তরফেই কোদাল কুড়ুল, লাঠি, ইঁট দিয়ে মারধর করা হয়েছে। আহত সোমনাথ বাগ জানান, তাদের পরিবারের জলের সমস্যা মেটাতে নিজেদের জায়গার ওপরেই সজলধারার পাইপলাইন বসানোর কাজ চলছিল। সেখানে পাইপ বসানো নিয়ে আপত্তি জানিয়েছিল প্রতিবেশীরা।
কিন্তু জায়গা মাপতে বলা হলেও তারা কোনও উদ্যোগ নেয়নি। রবিবার সকালে পাইপলাইন বসাতে গেলে প্রতিবেশী পরিবারের গৌতম আড়ি ও উত্তম আড়ির নেতৃত্বে কোদাল, কাটারি নিয়ে হামলা চালানো হয়। সোমনাথের মা, বাবা, দাদা, বৌদি সহ তাকেও মারধর করা হয়েছে। বাগন পরিবারের সদস্য বৃদ্ধ মদন বাগ ও শিল্পা বাগ জানান, সমস্যা মেটাতে সময় দেওয়া হয়েছিল। কিন্তু তা না করে এদিন অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে।