• ডাকাতির আগেই পুলিশের জালে চার কুখ্যাত, উদ্ধার আগ্নেয়াস্ত্র...
    আজকাল | ১২ মে ২০২৫
  • মিল্টন সেন,হুগলি: ডাকাতির ছক ভেস্তে  দিলো পুলিশ। হাতেনাতে ধরা পড়ল চার দুষ্কৃতি। উদ্ধার হলো দেশি আগ্নেয়াস্ত্র, মোটরবাইক। মগরা থানার বড়সর সাফল্য। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বিটিপিএস ছাইখাদ সংলগ্ন এসটিকেকে রোড সংলগ্ন এলাকায়। ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল কয়েকজন দুষ্কৃতি। গোপন সূত্রে খবর পেয়ে মগরা থানার আইসি দীপঙ্কর সরকারের নেতৃত্ত্বে সেখানে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করে চার দুষ্কৃতিকে।

    ধৃত দুষ্কৃতিদের কাছ থেকে একটি দেশি পাইপগান, দু’টি তাজা কার্তুজ, একটি ভোজালি, একটি লোহার রড, একটি ধারালো ছুরি ও মুখ ঢাকার মাস্ক উদ্ধার হয়েছে। পাশাপাশি একটি সন্দেহভাজন নম্বরপ্লেট যুক্ত মোটরবাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত চারজন ওই এলাকায় কোনও বড় অপরাধের ছক কষছিল। এই ঘটনায় মগরা থানায় একটি মামলা রুজু হয়েছে। ধৃতদের নাম বসুদেব হালদার (৫১) বাড়ি বেনীপুর মধ্যহেড়িয়া, হাবরা, উত্তর ২৪ পরগনার। মনিরুল শেখ ওরফে রাজু (৩৮), বাড়ি ঘুটিয়ারি শরিফ মাঝেরপাড়া জীবনতলা,দক্ষিণ ২৪ পরগনা। তারক বিশ্বাস ওরফে বটন (৩৫)রেলগেট কলোনি, ত্রিবেণী, মগরা, হুগলি এবং জেলিয়াখালি, সন্দেশখালি, উত্তর ২৪ পরগনার বাসিন্দা খাদেম মোল্লা ওরফে আবু বকর মোল্লা (৩৯)।

    পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে ধৃতরা আগেও একাধিক ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্র রাখা ও মাদক পাচারের ঘটনায় যুক্ত ছিল। চারজনকেই গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এদিন চুঁচুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে।
  • Link to this news (আজকাল)