• শুভেন্দু গড়ে ফের ধরাশায়ী বিজেপি, কাঁথিতে সমবায় নির্বাচনে এবার...
    ২৪ ঘন্টা | ১২ মে ২০২৫
  • কিরণ মান্না: বছরে ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। শুভেন্দু অধিকারীয় জেলায় তৃণমূলের দাপট অব্য়াহত। স্রেফ জয়ই নয়, পূর্ব মেদিনীপুরের কাঁথির দক্ষিণ পাইকবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। সবুজ আবির মেখে বাজি ফাটিয়ে যখন জয়োল্লাসে মাতলেন দলের কর্মী-সমর্থকরা, তখন পাল্টা কারচুপির অভিযোগ তুলল বিজেপি।

    কাঁথির পাইকবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আসনসংখ্যা ৪৪। ৩৩ আসনেই জিতেছে তৃণমূল। বিজেপির ঝুলিতে ৭। বাকি ৪ আসন পেলেন নির্দল প্রার্থীরা। কাঁথি-১, এবং দেশপ্রাণ-২ ব্লকের অন্তর্গত মাজিলাপুট, দারিয়াপুর ও বামুনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫টি ভোটকেন্দ্রে ভোট দিলেন ৮ হাজার  সদস্য়। আজ, রবিবার সকাল থেকে কড়া পুলিসি প্রহরায় চলে ভোটগ্রহণ পর্ব।

    এই সমবায় সমিতি শুধু কৃষি উন্নয়নই নয়, একটি বৃহৎ পরিসরে আর্থিক প্রতিষ্ঠান হিসেবেও গুরুত্বপূর্ণ। ফলে এই নির্বাচনে তৃণমূলের এই বিপুল সাফল্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বস্তুত, কাঁথি লোকসভা ও বিধানসভা দুটি এখন বিজেপির দখলে। সাংসদ খোদ শুভেন্দুরই ভাই সৌমেন্দু অধিকারী। ফলে তৃণমূলের এই জয় যথেষ্ট তাত্‍পর্যপর্ণ বলে মত রাজনৈতিক মহলে।

    স্থানীয় তৃণমূল নেচা তরুণ জানার দাবি, সমবায় নির্বাচনে এই ফলাফল আগামী বিধানসভা নির্বাচনের বিপুল জয়ের পূর্বাভাস। তাঁর কথায়, 'এই জয় প্রমাণ করে এলাকায় মানুষের আস্থা এখন তৃণমূলের দিকেই'। বিজেপির  কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডলের পাল্টা দাবি, 'এই নির্বাচনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।  তৃণমূল পরিকল্পিত কারচুপি ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে ফল নিজেদের পক্ষে টেনে নিয়েছে'।

  • Link to this news (২৪ ঘন্টা)