‘সংসার করতে চাই’, বিয়ের সন্ধ্যায় পাত্রের বাড়ির সামনে ধরনায় প্রথম স্ত্রী! তারপর…?
প্রতিদিন | ১২ মে ২০২৫
অর্ণব দাস, বারাসত: কিছুক্ষণ পর বিয়ে। তার ঠিক আগেই যুবকের বাড়ির সামনে ধরনায় বসলেন মহিলা। দাবি করলেন, তিনি নাকি পাত্রের প্রথমপক্ষের স্ত্রী। বিচ্ছেদ হওয়ার আগেই ফের বিয়ের পিঁড়িতে বসছেন স্বামী! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার হাবড়ায়।
জানা গিয়েছে, যুবকের নাম রাকেশ পাল। তিনি সেনাবাহিনীতে কর্মরত। শনিবার সন্ধ্যেয় তাঁর বিয়ের কথা ছিল। স্বাভাবিকভাবেই বাড়িজুড়ে সাজসাজ রব। পাত্র বিয়ে করতে যাবে, ঠিক তেমন সময় বাড়ির সামনে হাজির হন সৌমি রায় নামে এক মহিলা। নিজেকে রাকেশের স্ত্রী বলে দাবি করে ওই মহিলা ধরনায় বসেন। তিনি বলেন, “আমি নিজের গয়না নিয়ে বাড়ি যাচ্ছিলাম। এনিয়ে আমাকে চোর বদনাম দেয়। তারপর আর শ্বশুর বাড়িতে ঢুকতে দেয়নি। আমার বাড়িতে কোনও সমন আসেনি। আমি কোনও সই করিনি। ডিভোর্স কেসে আমার সই জাল করা হয়েছে। এনিয়ে আদালতে মামলাও চলছে। আমি আবার সংসার করতে চাই।”
এরপরই রাকেশ বলেন, “২০১৯ সালে বিয়ে হয়েছিল আমাদের। ছয় মাস পর আমাদের বাড়ি ছেড়ে বাপের বাড়ি থাকতে শুরু করে সৌমি। তারপর একাধিক নোটিস পাঠিয়েছিলাম। শেষে আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদ সম্পন্ন হয়। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।” খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাবড়া থানার পুলিশ। তারপর আয়ত্তে আসে পরিস্থিতি। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। পরে পাত্রের বিয়ে ঠিক হয়। শনিবার রাতেই ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রাকেশ।