• নিরাপত্তার স্বার্থে দার্জিলিং জেলায় ড্রোন উড়িয়ে ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি
    বর্তমান | ১২ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: যুদ্ধবিরতির মধ্যেও গোলাবর্ষণ পাকিস্তানের। এই অবস্থায় ‘চিকেনস নেক’ শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় ড্রোন উড়িয়ে ছবি তোলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দার্জিলিং জেলা ও শিলিগুড়ি পুলিস কমিশনারেটের অফিসাররা। তাঁদের বক্তব্য, বর্তমানে বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানেই ড্রোন ব্যবহার করে তোলা হয় ছবি। এখন প্রশাসনিক অনুমতি ছাড়া কোনও অনুষ্ঠানে কোনও ধরনের ড্রোন ওড়ানো যাবে না। নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্য তো বটেই, গোটা দেশে ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ জেলা দার্জিলিং। জেলার সমতল শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেদ্বার। বিভিন্ন অথিজাত হোটেল, রিসর্টে নিয়মিত বিয়ে সহ বেসরকারি বিভিন্ন সংস্থার অনুষ্ঠানের আসর বসে। তাতে ড্রোন ব্যবহার করে তোলা হয় ছবি। অনেকে আবার রিল ও তথ্যচিত্র তৈরিতেও ড্রোন ব্যবহার করে। কিন্তু যুদ্ধের আবহে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে পুলিস ও প্রশাসন। সেই জন্যই তারা এখন ড্রোন উড়িয়ে ছবি তোলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ ড্রোনে ছবি তোলার মধ্যদিয়ে গুরুত্বপূর্ণ স্থানের তথ্য ফাঁস হয়ে যেতে পারে।‘চিকেনস নেক’-এর পাশেই ঩প্রতিবেশী রাষ্ট্র নেপাল ও বাংলাদেশ। এজন্য এখানকার নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করতে অনেকদিন ধরেই তৎপর রাজ্য ও কেন্দ্রীয় সরকার। রাজ্য পুলিসের পাশাপাশি এখানে বিএসএফ, সেনাবাহিনী, সিআরপিএফ, এসএসবির ক্যাম্প তৈরি করা হয়েছে। শিলিগুড়ি পুলিস কমিশনারেটের এক অফিসাররা জানান, এখানে সেনা ছাউনি, রেল স্টেশন, বিমানবন্দর সহ বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে। সেগুলিকে সুরক্ষিত রাখতেই ড্রোন উড়ানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার(পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, অনুমতি নিয়ে ড্রোন উড়িয়ে ছবি তোলার নিয়ম। বর্তমান পরিস্থিতে কেউ যদি এই নিয়ম না মানে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া, খড়িবাড়ি ও নকশালবাড়ি ব্লকের একাংশ দার্জিলিং জেলা পুলিসের অধীনে। সংশ্লিষ্ট এলাকায় এবং পাহাড়েও বেশকিছু ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। দার্জিলিংয়ের পুলিস সুপার প্রবীণ প্রকাশ বলেন, জেলার নিরাপত্তায় পুলিস সর্বদা সতর্ক রয়েছে। সুরক্ষার স্বার্থে নজরদারি বাড়ানোর পাশাপাশি ড্রোন উড়িয়ে ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে।প্রসঙ্গত, পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলার পরই চিকেনস নেক সহ দার্জিলিং জেলার নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করা হয়েছে। এনজেপি রেলস্টেশন সহ বিভিন্ন স্টেশন, ট্রেন, রেল ও সড়ক সেতু, বিমানবন্দর, সেভকের করোনেশন সেতু প্রভৃতির নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করা হয়েছে। রাজ্য পুলিস ও কেন্দ্রীয় বাহিনী সংশ্লিষ্ট এলাকাগুলির উপর নজরদারি চালাচ্ছে। বাংলাদেশ ও নেপাল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এবার ড্রোন উড়িয়ে ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)