রাজধানী এক্সপ্রেসে ধোঁয়া, আসল দমকল, ট্রেন দাঁড় করিয়ে সামাল দেওয়া হল পরিস্থিতি ...
আজকাল | ১২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দিল্লি থেকে ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেসে ধোঁয়া। শনিবার বিকেল পাঁচটা নাগাদ ট্রেনটি নিউ আলিপুরদুয়ার স্টেশনে ঢোকার আগে এসি-২ টিয়ারের এ-৪ কোচের ব্রেক বাইন্ডিং থেকে ধোঁয়া বেরতে দেখতে পান ট্রেনের কোচ অ্যাটেন্ড্যান্ট।
বিষয়টি জানানো হয় গার্ডকে এবং স্টেশনে ঢোকার আগে ট্রেনটিকে দাঁড় করানো হয়। খবর দেওয়া হয় রেলকর্মী এবং স্থানীয় দমকল বিভাগকে। তবে দমকল আসার আগেই আরপিএফ এবং ট্রেনের কর্মীরা 'ফায়ার এক্সটিংগুইসার' দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ট্রেনটি স্টেশনের দু'নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়। সেখানে রেলের পক্ষ থেকে ট্রেনটি ভালোমতো পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ফের ট্রেনটি বিকেল ৫টা ৩০ নাগাদ গন্তব্যে রওনা দেয়।
এবিষয়ে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের ফায়ার অফিসার তাপস মণ্ডল জানান, 'খবর পাওয়ার পর আমরা নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে যাই। তবে আমাদের যাওয়ার আগেই রেলের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গিয়েছে, চলন্ত ট্রেনে এসি কোচের ব্রেক বাইন্ডিং উত্তপ্ত হয়ে সেখান থেকে ধোঁয়া বেরতে থাকে। বিষয়টি সময়মতো নজরে এসেছিল।'