• ‘মিশন ৩৬০’: বিকল্প স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র গড়ছে বামেরা
    দৈনিক স্টেটসম্যান | ১২ মে ২০২৫
  • মানুষের কাছে পৌঁছতে এ বার বিকল্প পথ নিয়েছে সিপিআইএম। এই পথেই শূন্যের গেরো কাটাতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। ‘মিশন ৩৬০’ কর্মসূচি ঘোষণা করে বিকল্প শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করার নির্দেশ এসেছে দলীয় নেতৃত্বের কাছে। এই কর্মসূচির কাজও শুরু হয়ে গিয়েছে।

    মূলত যুব সমাজের সমর্থন পেতেই এই কর্মসূচি হাতে নিয়েছে সিপিআইএম। এই মডেলে ধাপে ধাপে একাধিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে বেশি করে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। সেই মতোই শুরু হয়েছে পদক্ষেপ। এই কর্মসূচির আওতায় জেলায় জেলায় বিকল্প স্কুল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গড়ে তোলা হচ্ছে বিকল্প স্বাস্থ্যকেন্দ্র। স্টুডেন্ট হেলথ হোমের আদলে এই স্বাস্থ্যকেন্দ্রগুলি কাজ করবে। এই সব স্বাস্থ্য কেন্দ্রে স্বল্প মূল্যে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা পাবেন এলাকাবাসী।

    বামেদের অভিযোগ, শাসকদল তৃণমূল কংগ্রেস মানুষকে ন্যূনতম শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত করছে। তাই স্বল্পমূল্যে চিকিৎসা ও বিনামূল্যে শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর তাঁরা। প্রতিটি জেলায় অন্তত দুটি সিপিআইএম পরিচালিত স্কুল তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে দলের সঙ্গে যুক্ত অধ্যাপক, শিক্ষক, শিক্ষাবিদ ও কলেজের পড়ুয়ারা ক্লাস করাবেন।

    উল্লেখ্য, ২০১৬ সালের পর থেকে বিধানসভা বা লোকসভা নির্বাচনে একটিও আসন জিততে পারেনি বামেরা। নিজেদের ভোটব্যাঙ্ক ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে নেতৃত্ব। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সমস্যা নিয়ে কর্মসূচি করে ময়দানে ফেরার চেষ্টা এখনও করে চলেছে তাঁরা। গত ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের আয়োজন করে সিপিআইএমের চারটি গণ সংগঠন৷ সেখানে ভিড় ছিল নজরকারা। কিন্তু ভিড়ের বেশিরভাগ ছিলেন কৃষক, ক্ষেতমজুর। এ বার যুব সমাজকে উদ্বুদ্ধ করতে মিশন ৩৬০–এর উপর ভরসা রাখছে দল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)