• এক সপ্তাহের মধ্যে ফিরবে, পূর্ণমের স্ত্রীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ১২ মে ২০২৫
  • এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পাক সেনার হাতে বন্দি জওয়ান পূর্ণমকুমার সাউ, পূর্ণমের স্ত্রী রজনী সাউকে রবিবার ফোন করে এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আশ্বাস পেয়ে সাময়িকভাবে নিশ্চিন্ত হতে পেরেছেন গোটা পরিবার। বাড়ির ছেলের অপেক্ষায় দিন গুনছে পরিবারের সদস্যরা।

    পহেলগাঁও হামলার পরেরদিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হয়ে যান সেনা জওয়ান পূর্ণম সাউ। পরে জানা যায়, ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি হয়েছেন হুগলির বাসিন্দা পূর্ণম। এরপর অনেকদিন কেটে যাওয়ার পরও তাঁর কোনও খোঁজ পাচ্ছে না পরিবার। বিএসএফ আধিকারিকদের তরফে শুধুমাত্র আশ্বাস ছাড়া আর কিছুই মিলছে না। কয়েকদিন আগে পূর্ণমের কর্মস্থলে গিয়েছিলেন তাঁর অন্তঃস্বত্ত্বা স্ত্রী। কিন্তু তারপরেও তাঁকে ফেরানোর বিষয়টি নিশ্চিত করতে পারছে না কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। তবে বর্তমানে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি চলছে। এই আবহে আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী ও পরিবারের সদস্যরা।

    কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন রজনী। সেই খবর পেয়ে রবিবার তাঁকে ফোন করেছেন মমতা। রজনী সাউ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে পূর্ণম বাড়ি ফিরবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। এতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন গোটা সাউ পরিবার।
    প্রসঙ্গত,রবিবার রজনী সাউ বলেছিলেন, ‘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ১০ মিনিটের জন্য কথা বলতে চাই। কল্যাণদাকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী চাইলেই দেখা করতে পারব।’ জওয়ানের বাবাও চান, মুখ্যমন্ত্রীর সাহায্যে কেন্দ্রের উপর চাপ তৈরি করা হোক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)