• বাজারে টাস্ক ফোর্সের হানা, আলুর দাম বাধা হল বর্ধমানে
    দৈনিক স্টেটসম্যান | ১২ মে ২০২৫
  • কৃষি প্রধান পূর্ব বর্ধমানে বিভিন্ন বাজারে আলুর দাম বাড়ছে। এ সংক্রান্ত খবর প্রকাশের পরপরই নড়ে চড়ে বসল জেলা প্রশাসন। জেলাশাসক আয়েষা রানি এর আগে কড়া ভাষায় আলুর দাম নিয়ন্ত্রণের কথা জানিয়েছিলেন। তিনি কৃষি বিপণন দপ্তরকে এ ব্যাপারে ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ মেনে টাস্ক ফোর্স শহর বর্ধমানের বিভিন্ন সবজি বাজারগুলিতে অভিযান চালায়। বিক্রেতাদের সাফ জানিয়ে দেওয়া হয়, কোনওভাবে আলুর দাম বেশি নেওয়া হবে না। অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিছুটা হলেও স্বস্তি ফিরল বর্ধমানে।

    গত কয়েকদিন ধরে বর্ধমান শহরের ছোটো বড় সবকটি বাজারেই আলুর দাম বাড়তে শুরু করেছিল। বেশিরভাগ বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ২০–২২ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলুর দাম‌‌‌ ৩০- ৩২ টাকা। এই খবর প্রকাশের পর বিভিন্ন বাজারে ধারাবাহিকভাবে হানা অভিযান চালাল টাস্ক ফোর্স। শুধুমাত্র আলুই নয়, অন্যান্য সবজির দাম যাতে বেশি না নেওয়া হয় তার জন্য নজরদারি চলছে। রবিবার থেকে এই অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটানা এই অভিযান চলবে। আলু, পেঁয়াজ, কাঁচা আনাজের দাম জিজ্ঞেস করে তার দাম ঠিক করে দিচ্ছেন আধিকারিকরা। সেই দামেই এ বার থেকে আলু বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ পালন করা না হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, ১৮ টাকার বেশি দামে আলু বিক্রি করা যাবে না। এ দিন রানিগঞ্জ, তেঁতুলতলা, রথতলা, নীলপুর বাজার সহ সব কটি বড়ো ধরনের বাজারে এই ঘোষণা করেছে টাস্ক ফোর্স। তবে এ নিয়ে খুচরো বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। কৃষি বিপনন দপ্তরের এক আধিকারিক বিভাস পাল বলেন, বেশিরভাগ বাজারে আলুর কেজি প্রতি দাম বেশি নেওয়ার অভিযোগ আসছিল। সেটা বন্ধ করতে দাম বেঁধে দেওয়া ছাড়াও ধারাবাহিক অভিযান চলবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)