• দিল্লিতে ডাক পাঁচ যুব কংগ্রেস নেতাকে
    আনন্দবাজার | ১২ মে ২০২৫
  • কিছু দিন আগেই যুব কংগ্রেস বহিষ্কার করেছে সংগঠনের এ রাজ্যের সভাপতি আজ়হার মল্লিককে। সেই দিনই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আজ়হার। প্রদেশ যুব কংগ্রেসের পরবর্তী সভাপতি ঠিক করতে এ বার তৎপর হলেন সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব। যুব কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, মধ্যবর্তী পর্যায়ে নতুন কাউকে সভাপতি করতে গেলে সর্বশেষ সাংগঠনিক নির্বাচন থেকে উঠে আসা পদাধিকারীদের মধ্যে থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়। সেই রীতি মেনেই প্রক্রিয়াই শুরু হয়েছে। যুব কংগ্রেস সূত্রের খবর, বাংলার সংগঠন থেকে কাশিফ রেজ়া, সৌরভ প্রসাদ, অর্ঘ্য গণ, মহম্মদ ইমরান খান ও শাহিনা জাভেদকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। জাতীয় যুব কংগ্রেস নেতৃত্ব এই পাঁচ জনের ‘ইন্টারভিউ’ নেওয়ার পরে পরবর্তী যুব সভাপতির ব্যাপারে সিদ্ধান্ত হবে।
  • Link to this news (আনন্দবাজার)