• শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলনের ডাক
    আনন্দবাজার | ১২ মে ২০২৫
  • জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে দেশ জুড়ে জোরদার ছাত্র আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হল পিএসইউ-এর সর্বভারতীয় সম্মেলন থেকে। কেরলের তিরুঅনন্তপুরমে ১০ ও ১১ মে, দু’দিনের সম্মেলন উপলক্ষে আলোচনা-সভায় জাতীয় শিক্ষানীতি পরিবর্তনের দাবিতে সরব হয়েছেন আমন্ত্রিত শিক্ষাবিদেরা। আরএসপি-র ছাত্র সংগঠনের এই সম্মেলনে ৮টি রাজ্য থেকে ২১২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। সম্মেলন থেকে সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন কেরলের ছাত্র-নেতা বলরাম সাজিব এবং সভাপতি হয়েছেন বিদায়ী সাধারণ সম্পাদক, বাংলার নওফেল মহম্মদ সফিউল্লা। তৈরি হয়েছে ২১ জনের নতুন কেন্দ্রীয় কমিটি। সম্মেলনে উপস্থিত ছিলেন আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য এবং দলের সাংসদ এন কে প্রেমচন্দ্রন।
  • Link to this news (আনন্দবাজার)