‘অপারেশন সিঁদুর’ নিয়ে কলকাতা মেট্রোয় বাড়তি সতর্কতা
আনন্দবাজার | ১২ মে ২০২৫
‘অপারেশন সিঁদুর’কে কেন্দ্র করে আসা হুমকি-মেল ঘিরে কলকাতা-সহ দেশের সব মেট্রোয় বিশেষ সতর্কতা নিচ্ছে প্রশাসন। এ নিয়ে প্রয়োজনীয় বার্তা লালবাজার এবং মেট্রো রেল কর্তৃপক্ষের কাছেও পৌঁছেছে। তারই প্রেক্ষিতে নাশকতা ঠেকাতে সব মেট্রোপথে নজরদারি এবং নিরাপত্তা বাড়াচ্ছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। স্টেশন ছাড়াও মেট্রোপথে নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রো রেল পুলিশের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলার পরিকল্পনা করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ওই দিন বেলা ১১টা ৪৯ মিনিট নাগাদ জয়পুর মেট্রোর ঠিকানায় একটি হুমকি মেল আসে। মেলের প্রেরকের নামের সঙ্গে পাক-অধিকৃত কাশ্মীরের উল্লেখ ছিল। ওই বার্তায় পাকিস্তানের সঙ্গে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়। সেখানে ‘অপারেশন সিঁদুর’-এর বদলা হিসাবে স্লিপার সেলের সাহায্য নিয়ে বিভিন্ন মেট্রো স্টেশনে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়। বলা হয়, জয়পুর মেট্রোর মান সরোবর থেকে বড়ি চৌপাড় মেট্রো স্টেশনের মধ্যে নাশকতা চালানো হবে। ইমেলটি পেয়ে পুলিশ, জঙ্গি দমন স্কোয়াড, বম্ব স্কোয়াড মেট্রো জুড়ে তল্লাশি চালায়। তবে, সন্দেহজনক কিছু মেলেনি।
ওই ঘটনার পরে দেশের অন্যান্য শহরের মেট্রোতেও আসে সতর্কবার্তা। তারই পরিপ্রেক্ষিতে কলকাতা মেট্রোর রেল রক্ষী বাহিনীর (আরপিএফ) আইজি তথা প্রিন্সিপাল চিফ সিকিয়োরিটি কমিশনার সৌরভ ত্রিবেদী কলকাতার নগরপালকে একটি চিঠি দেন। সেখানে গোয়েন্দা তথ্য আরপিএফ-কে জানানোর কথা বলেন তিনি।
তারই ভিত্তিতে লালবাজারের নির্দেশে কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশন লাগোয়া থানাগুলিকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় কোথাও কোনও অস্বাভাবিকতা চোখে পড়লে দ্রুত তা কর্তৃপক্ষকে জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি, মেট্রো কর্তৃপক্ষ সিসি ক্যামেরা ছাড়াও সাদা পোশাকের কর্মীদের মাধ্যমে নজরদারি বাড়ানোর সঙ্গে নিরাপত্তা আঁটোসাঁটো করছেন।
উল্লেখ্য, কলকাতা মেট্রোর নিজস্ব ডগ স্কোয়াড ছাড়াও সশস্ত্র বাহিনী রয়েছে। সব স্টেশনের প্রবেশপথে যাত্রীরা প্ল্যাটফর্মে ঢোকার সময়ে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করার উপরে জোর দেওয়া ছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে যাত্রীদের পরীক্ষার উপরে জোর দেওয়া হচ্ছে।
স্টেশনের প্রবেশপথ ছাড়াও স্টেশন সংলগ্ন এলাকায় নজরদারি চালাবে মেট্রো রেল পুলিশ। কোথাও অতিরিক্ত বাহিনীর প্রয়োজন পড়লে থানাও তৎপর থাকবে। রক্ষণাবেক্ষণের প্রয়োজনে যে সব ঠিকাদার সংস্থার কর্মীরা রাতে বিভিন্ন স্টেশন থেকে মেট্রোর সুড়ঙ্গে আসেন, তাঁদের সচিত্র পরিচয়পত্র দেখা ছাড়াও আসা-যাওয়ার পথে তল্লাশি চালানোর উপরে জোর দেওয়া হচ্ছে।