• বেশি রিটার্নের লোভ দেখিয়ে প্রতারণা, অ্যাকাউন্ট থেকে কোটি টাকা লোপাট
    আনন্দবাজার | ১২ মে ২০২৫
  • শেয়ার বাজারে বিনিয়োগ করে অল্প সময়ে রিটার্ন মিলবে কয়েক গুণ বেশি, এই প্রলোভনে পা দিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা খোয়ালেন হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা বছর ৫১-র এক মহিলা। প্রায় সর্বস্ব খুইয়ে তিনি লালবাজারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার থানা।

    লালবাজার সূত্রের খবর, পুলিশকে অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি মার্চ মাসে কিছু টাকা বিনিয়োগ করার জন্য ইন্টারনেটে সার্চ করেছিলেন। সেই সূত্রে একটি সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগ হয়। অভিযোগ, কয়েক বার ফোনে কথা বলার পরে অভিযোগকারিণীকে একটি ওয়টস্যাপ গ্রুপে যুক্ত করানো হয়। সেখানে তাঁকে বলা হয়, তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করলে অল্প সময়ে কয়েক গুণ রিটার্ন পাবেন।

    অভিযোগকারিণী জানিয়েছেন, প্রতারকদের কথায় বিশ্বাস করে তিনি ‘ট্রেডিং অ্যাকাউন্ট’ খোলেন। এর পরে বিনিয়োগের জন্য ওই সংস্থার তরফে গ্রাহক পরিষেবার নাম করে একটি ফোন নম্বর দেওয়া হয় তাঁকে। তাঁকে বলা হয়, তিনি যেন গ্রাহক পরিষেবার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির কাছে ব্যাঙ্কের নথি জমা দেন। অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি সেই নথি জমা দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা বিনিয়োগ করতে শুরু করেন।

    তদন্তে পুলিশ জেনেছে, গত কয়েক মাসে ২৬ বারে মোট ১ কোটি ৩৯ ‌লক্ষ ৯৮ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন অভিযোগকারিণী। পরবর্তী কালে লভ্যাংশ-সহ টাকা তুলতে গেলে তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন।

    তদন্তকারীদের অনুমান, এর পিছনে বড় চক্র জড়িত থাকতে পারে। এক পুলিশ আধিকারিকের কথায়, ‘‘এই ধরনের প্রতারণায় একাধিক অ্যাকাউন্টে টাকা ঘোরানো হয়। কোন কোন অ্যাকাউন্টে ওই টাকা গিয়েছে, তা দেখা হচ্ছে। সেই সূত্রে প্রতারকদের নাগাল পাওয়ার চেষ্টা চলছে।’’
  • Link to this news (আনন্দবাজার)