• সোনা লুটের ঘটনায় ধৃত এক, পলাতক চালক
    আনন্দবাজার | ১২ মে ২০২৫
  • সোনা কেনার নাম করে সোনার দোকানের মালিককে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল গাড়ির চালক-সহ দু’জন। মাঝরাস্তায় দোকান মালিকের কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকার সোনা নিয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ। ধৃতের নাম জয়জিৎ দে। তার বাড়ি শ্যামপুকুরে। রবিবার ধৃতকে ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে কলকাতার সিজেএম আদালত। অভিযুক্ত গাড়িচালক পলাতক।

    মামলার সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী জানান, শনিবার গাড়ি নিয়ে জয়জিৎ এবং গাড়িচালক মুচিপাড়ার ওই সোনার দোকানে যায়। দোকানের মালিককে জয়জিৎ জানায়, গিরিশ পার্কে তাদের সোনার গয়নার দোকান রয়েছে। ২৫০ গ্রাম সোনা কিনতে চায় সে। যার মূল্য ২৪ লক্ষ ৮৫ হাজার টাকা। মুচিপাড়ার দোকানের মালিককে জয়জিৎ জানায়, তাদের গিরিশ পার্কের দোকানে ওই সোনা নিয়ে গেলে সে সোনার দাম মিটিয়ে দেবে। রাজি হন ওই দোকানের মালিক। সোনা নিয়ে জয়জিতদের গাড়িতে চড়ে তিনি গিরিশ পার্কের গয়নার দোকানের দিকে রওনা দেন। অভিযোগ, রাস্তায় দেখার নাম করে ওই সোনা মালিকের কাছ থেকে নিয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে চম্পট দেয় জয়জিতেরা। প্রতারিত হয়েছেন বুঝে মুচিপাড়া থানার পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী।

    তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে প্রতারণায় ব্যবহৃত গাড়িটি চিহ্নিত করেন তদন্তকারীরা। সেই গাড়ির নম্বরের সূত্র ধরে পুলিশ জানতে পারে সেটি ভাড়ার গাড়ি। গাড়িটি ভাড়া নিয়ে ওই প্রতারণা ঘটিয়েছে অভিযুক্তেরা। তার সূত্র ধরেই শনিবার রাতে গ্রেফতার হয় জয়জিৎ। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)