• ব্যবসায়ীয়ের বাড়ি থেকে ১২ লক্ষ টাকা লুট, বাধা দিতেই চলল গুলি, মৃত্যু যুবকের...
    আজকাল | ১২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ছিনতাইয়ে বাধা দেওয়ায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের ধাড়া পাড়া এলাকায়। মৃতের নাম, গোবিন্দ পাঁজা (৩২)। 

    পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ব্যবসায়ী শঙ্কর ধাড়ার বাড়ি থেকে নগদ টাকা ছিনতাই করে পালানোর পথে দুষ্কৃতীদের বাধা দেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। বাধা পেয়ে গুলি চালায় ওই ছিনতাইবাজ। বাইকে মুখে মাস্ক পরে এসেছিল চারজন ছিনতাইবাজ। গুলিবিদ্ধ হয়ে রাস্তার ধারে লুটিয়ে পড়েন গোবিন্দ পাঁজা। ওই সুযোগে পালিয়ে যায় ছিনতাইবাজরা। গোবিন্দকে কলকাতায় নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    ব্যবসায়ী শঙ্কর ধাড়ার অভিযোগ, গত এক মাস আগেও তাঁর দোকান থেকে লুট করা হয় ১২ লক্ষ টাকা। এবার তাঁর বাড়ি থেকেই লুট করা হয়েছে ছ'লক্ষ টাকা। বাধা দিতে গেলে গুলিতে মৃত্যু হয় স্থানীয় এক যুবকের। আতঙ্কে ব্যবসা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)